০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা, কর্মচারীরা।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের কাছে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করা হয়েছে। কাল সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‌‌‘আমাদের অধিকার আদায়ে মানববন্ধনে দাঁড়াতে হবে, এটা ভাবিনি। প্রশাসন নিজেদের স্বার্থে আমাদের যৌক্তিক পাওনা থেকে বঞ্চিত করেছে।’

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আমরা কাজ করতে এসেছি, আটকে থাকতে নয়। যারা আমাদের গালাগালি করেছে, তাদের তদন্ত চাই।’

ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন জানান, ‘আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে ২ ঘণ্টার ধর্মঘট এবং ৮ তারিখ সারাদিনব্যাপী কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

উল্লেখ্য, গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বৈষম্যবিরোধী বাংলাদেশে কোটার বৈষম্য চায় না। ফলে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীসহ অনেকে সন্তোষ প্রকাশ করেন।

 


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল