০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

‘জনগণকে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো - ছবি : নয়া দিগন্ত

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেছেন, ‘বিগত ১৬ বছরে বিভিন্ন রকম ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর পরেও জামায়াতে ইসলামীকে এক দিনের জন্যও জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি।’

রোববার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর কোর্ট এলাকায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়ার সময় তিনি একথা বলেন।

এ সময় মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, যুব সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও রাজপাড়া থানা আমির নুরুল ইসলাম মনি, সেক্রেটারি মাহবুবুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তার, সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর বিভিন্ন সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে ইমাজ উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম হলো সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা। এরই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী একদল দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সামাজিক কাজ করতে আমরা দল-মত ধর্ম ও বর্ণের কোনো পার্থক্য করি না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে এসকল সামাজিক কার্যক্রম পরিচালনা করি। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হলে এবং যাকাতভিত্তিক অর্থনীতি চালু হলে সমাজে ধনী গরিবের বৈষম্য থাকবে না। ফলে সকলেই মর্যাদাশীল নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার লাভ করবে। সমাজ থেকে অনাচার, অবিচার দূর হয়ে যাবে। দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক থাকবে না।’

ইমাজ উদ্দিন বলেন, ‘নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তাই ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।’


আরো সংবাদ



premium cement