সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া দুপচাঁচিয়া খিয়ালী মধ্যপাড়ার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭) ও একই গ্রামের মনজুর আলমের ছেলে নাদিম মাহমুদ (২৬)। এছাড়াও মোটরসাইকেলের অপর আরোহী শামসুদ্দিন (৪২) আহত হয়েছেন। তিনি একই এলাকার সাবের প্রামাণিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় নাটোরগামী একটি মোটরসাইকেলের তিন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ওপর পড়ে যান। পরে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর আহত অপরজনকে টহলরত সেনা সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
তবে হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি সূত্রে জানা গেছে, তারা তিনজন বগুড়া থেকে মোটরসাইকেল যোগে নাটোরের হালতি বিলে তাদের হাঁসের খামারে যাচ্ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে খবর পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা