০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিংড়ায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় আমিনুল ইসলাম নামের এক সার ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্সে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এ জরিমানা করেন।

জানা যায়, সিংড়া বাজারের বি.সি.আই.সি অনুমোদিত রাসায়নিক সার ডিলার আবু বক্কর সিদ্দিক হেনা গুদামে সার থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে স্থানীয় কৃষকদের কাছে সার বিক্রি না করে ফিরিয়ে দেন। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে মেসার্স চলনবিল ট্রেডার্সের তিনটি গুদামে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে সার ডিলার আবু বক্কর সিদ্দিক হেনার পার্টনার আমিনুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ সেনা সদস্যরা ও অভিযোগকারী স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement