পাঁচবিবিতে জুলাই বিপ্লবের গ্রাফিতিতে জয়বাংলা লেখার প্রতিবাদে সড়ক অবরোধ
- পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৩
জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই বিপ্লবের গ্রাফিতিতে ছাত্রলীগের জয়বাংলা শ্লোগান ও শহীদ আবু সাঈদের ছবিতে ভুয়া লেখায় বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গ্রাফিতি টিমের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
পাঁচবিবি লাল বিহারী পাইলট উচ্চবিদ্যালয় চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা চত্বরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সরকারি কলেজের শিক্ষার্থী তন্ময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিজুর রহমান, মহিলা কলেজের তাহসিন কবির, শিক্ষার্থী শ্রাবন্তী, তাসমিন, মমো, আল আশিক, সানি, আল মামুন, মুরছালিন, জাসি ও জাসেদ প্রমুখ।
এ সময় তারা জুলাই বিপ্লবের ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ জুলাই আওয়ামী লীগ সরকারের পতনের স্মৃতি হিসাবে বিভিন্ন স্কুল-কলেজ ও দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও গ্রাফিতি টিমের জুলাই বিপ্লবের স্মৃতি হিসাবে গ্রাফিতিগুলোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা জয়বাংলা লিখে ব্যঙ্গ করায় ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
এ সময় জয়পুরহাট হিলি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আস্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা