০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

প্রেমিকের টানে গুরুদাসপুরে মালয়েশিয়ান তরুণী

প্রেমিকের টানে গুরুদাসপুরে মালয়েশিয়ান তরুণী - ছবি : নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে প্রেমিকের টানে মাসহ চলে এসেছেন মালয়েশিয়ার তরুণী।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে আসেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা ও তার মা।

জানা যায়, গত ১৪ বছর আগে গুরুদাসপুরে খুবজিপুর গ্রামের আনিছুর রহমানের সাথে মালয়েশিয়ার তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমের টানে মায়ের সাথে বাংলাদেশে এলেন মালয়েশিয়া তরুণী সিটি হাসনা।

৫ বছর আগে বিয়ের কথা পাকাপাকি হলেও ভিসা জটিলতায় হাসনা আসতে পারেননি। খুবজিপুর গ্রামের জলিল রহমানের ছেলে আনিছুর রহমান (৪২) ও মালয়েশিয়া প্রবাসী মসিন জাকরির মেয়ে তরুণী সিটি হাসনা (৩২)।

আনিছের বড়ভাই এনায়েত শেখ জানান, ‘আগামী শুক্রবার নাটোর আদালতে তাদের পারিবারিকভাবে বিয়ে হবে। দীর্ঘদিন প্রেমের পর তারা একটি সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন জেনে তারা আনন্দিত।’

খুবজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়া থেকে একজন তরুণীর খুবজিপুরে আসার খবর জেনেছি। তাদের সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য দোয়া রইলো।’

আনিছ ও তরুণী সিটি হাসনা বলেন, ‘দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পারিবারিকভাবে দু’জনের ইচ্ছায় বিয়ে হচ্ছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।’

 


আরো সংবাদ



premium cement