‘মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব’
- রাজশাহী ব্যুরো
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী বলেছেন, ‘তীব্র শীতে অসহায় মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা ইসলামের নির্দেশ।’
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে জামায়াতের মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তারসহ কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা