০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

গুরুদাসপুরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার 

- ছবি - নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে গুলিবিদ্ধ অবস্থায় একটি ভুবন চিল পাখি উদ্ধার করেছে জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা। 

আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একটি বাগানে পাখিটি পড়ে ছিল। স্থানীয়রা পরিবেশকর্মীদের খবর দিলে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। 

গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, শনিবার সকালে স্থানীয়রা গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি পড়ে আছে একটি বাগানে এমন খবর দেয়। তৎখনাত ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে খবর দেয়া হয়। দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সমাজসেবকদের উপস্থিতিতে পাখিটি হস্তান্তর করা হয়েছে। পাখি শিকার বন্ধে পরিবেশকর্মীরা সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন,‘ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। তাদের গায়ের রং খয়েরি। ডানায় হালকা বাদামি ছোপ থাকে। মূলত জলাশয় কিংবা নদ-নদীর কিনারে তাদের সাক্ষাৎ মেলে। একাকী অথবা ছোট দলেও নজরে পড়ে। ভুবন চিল দেশের বিভিন্ন জেলাপর্যায়ে খুবই বিরল। এ প্রজাতির অন্য পাখিদের মতো খুব হিংস্র নয়। মাছই ভুবন চিলের প্রধান খাদ্য। গুলিবিদ্ধ পাখিটিকে অন্য পাখি মনে করে কোনো শিকারি গুলি করে থাকতে পারে।’


আরো সংবাদ



premium cement