পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৯
রাজশাহীর পুঠিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা ওলিউজ্জামান মন্টু (৬৩)।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মন্টু পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার চাচা এবং পুঠিয়ার ‘শিক্ষা মন্ত্রী’ নামে পরিচিত।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, ‘অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি তাকে মারধর করে ভিকটিমের শরীরের হাত-পাসহ বিভিন্ন স্থানে জখম করেন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
আহত আওয়ামী লীগ নেতা ওলিউজ্জামান জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। এতে তার পা ভেঙে গেছে।’
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ এখনো পাইনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা