০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

শেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

- ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement