০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

দরপত্র ছাড়াই রাসিকে সংস্কার কাজের অভিযোগ, দুদকের অভিযান

-

দরপত্র ছাড়াই রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন সংস্কার কাজ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর প্রায় ২টা পর্যন্ত দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে একটি দল রাসিকে এ অভিযান চালিয়েছে। এসময় তিনটি ফাইল জব্দ করা হয়েছে।

অভিযানকালে দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন গণমাধ্যমকে জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এসময় তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এর বাইরেও আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, যেখানে ঠিকাদার ছাড়াই কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্যও মিলেছে। যে ফাইলগুলো পেয়েছি, সেগুলোর তথ্য যাচাই-বাছাই করে এর ফাইন্ডিংস প্রতিবেদন আকারে দুদকের কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। এ প্রতিবেদনের আলোকে পরে দুদক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

এদিকে রাসিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি করপোরেশনের স্থাপনাগুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়। ‘রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের মধ্যে উপপ্রকল্প করে নগর ভবন সংস্কারকাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়েছে, নিজস্ব অর্থেই সংস্কার করতে হবে। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয়। এরই মধ্যে অভিযোগ উঠে, এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়নি। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ও হয়েছে।

রাসিক কর্তৃপক্ষের দাবি, ‘রিকুয়েস্ট ফর কোটেশন মেথডে’ ১০ লাখ টাকা পর্যন্ত কাজ বিনা টেন্ডারে করা যেতে পারে। দরপত্র ছাড়া কাজ করার আরো অনেক পদ্ধতিও রয়েছে।

এ ব্যাপারে রাসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন গণমাধ্যমকে জানান, সংস্কার কাজ রাসিকের নিজস্ব অর্থায়নেই করা হচ্ছে। এক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনেই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল