০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ও র‌্যালি উত্তর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজমাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।

সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা।

অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্যসচিব আসাদুজ্জামান জনিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement