০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সমালোচনার মুখে যোগদান করেননি রাবির ২ সহকারী প্রক্টর

রাবির দুই সহকারী প্রক্টর - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে দু’জন সহকারী প্রক্টর যোগদান করেননি। তাদের দু’জনের নিয়োগ নিয়ে চলছিল বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা।

বুধবার (১ জানুয়ারি) জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো: আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্রক্টর দু’জন হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মো: তামজীদ হোসেন মোল্লা ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।

এ বিষয়ে মো: তামজীদ হোসেন মোল্লা বলেন, ‘আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি বা যোগদান থেকে বিরত রাখেনি। তবে কী প্রক্রিয়ায় আমাদের নির্বাচন করা হয়েছে, তা আমি জানি না।’

নাজিয়া আফরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। বলা হয়েছিল, যোগদানের এক বছরের মধ্যে অতিরিক্ত সুবিধাগুলো পাব, কিন্তু আমরা এখনো যোগদান করিনি। নিয়োগের প্রক্রিয়া কীভাবে হয়েছে, সে বিষয়ে আমরা অবগত নই।’

এর আগে গত ২৫ ডিসেম্বর তার নিয়োগ বাতিলসহ শাস্তির আওতায় আনতে সাত দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।


আরো সংবাদ



premium cement