০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

নওগাঁয় স্বর্ণচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

-

নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজীউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ি তামলিপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান আরো জানান, গত ২৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে উপজেলার মহাদেবপুর মধ্যবাজারে মায়ামনি জুয়েলার্স থেকে দুই লাখ তের হাজার টাকার একটি স্বর্ণের ব্রেসলেট চুরি হয়। এরপর অনিমেষ চন্দ্র মহাদেবপুর থানার মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর কোতয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা স্বর্ণ চোর দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে। এ সময় চুরি যাওয়া ১ ভরি ৬ আনা ১ রতি ওজনের স্বর্ণের ব্রেসলেট, ৮ আনা পাঁচ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইন, ৬ জানা ২ রতি ২ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইন, চোরাই স্বর্ণ বিক্রয় মূল্য ১ লাখ ৫৯ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement