০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলায় আ’লীগ নেতা গ্রেফতার

রাজধানীতে গ্রেফতার আ’লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু - ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ।

জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন বলেন, ‘ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আবুল কালাম আজাদকে নিয়ে যাবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ সময় বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, ‘আবুল কালাম মিন্টুকে ঢাকা থেকে ঈশ্বরদী থানায় স্থানান্তর করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার বিকেলে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।’

তিনি জানান, ‘তার বিরুদ্ধে সর্বশেষ গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement