উল্লাপাড়ায় ভেজাল সার কারখানায় অভিযান
- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পৌরসভার কাওয়াক এলাকায় অভিযান পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
জানা যায়, কাওয়াক এলাকায় মেসার্স ফার্টিলাইজার ল্যান্ড এগ্রো কেমিক্যাল নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল ডিএসপি সার, কৃষি অনুখাদ্য, সিন্থেটিক ডিটারজেন্ট তৈরি ও বাজারজাতকরণ করছে। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আশরাফ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে ৩০০ কেজি ভেজাল ডিএসপি সার জব্দ করা হয়।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: আসয়াদ বিন খলিল রাহাত জানান, ফার্টিলাইজার ল্যান্ড এগ্রো কেমিক্যাল নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল কৃষি অনুখাদ্য, ভেজাল ডিএসপি সার তৈরীর প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ভেজাল সার জব্দ করা হয় এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা