০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় মুন্না হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিকআপভ্যানের সাথে ট্রলির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মুন্না উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের হেলাল হোসেনের ছেলে। এখনো আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইটবোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে ওঠছিল ট্রলি। পথে ভান্ডারপুরগামী একটি পিকআপভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্না নিহত হন। এ সময় স্থানীয়রা আহত ট্রলিচালক ও অপর এক সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাজান আলী জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’


আরো সংবাদ



premium cement