কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, ‘রেল সেতুর নিচে সকালে লাশটি দেখে পুলিশে খবর দেয়া হয়।’ তার ধারণা, অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আছে। এটি দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে বলা যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা