৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সচিবালয়ে আগুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের গভীর চক্রান্ত : রাবি শিক্ষক ফোরাম

- ছবি - নয়া দিগন্ত

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার গভীর চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার (২৮ ডিসেম্বর) ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা কিন্তু এখনো থেমে নেই। তারা শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যার সর্বশেষ উদাহরণ বাংলাদেশ প্রশাসনের হৃৎপিণ্ড সচিবালয়ের গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগার ঘটনা। আগুনের চিত্র ও বর্ণনায় প্রমাণিত হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার হীন চক্রান্ত। এর পেছনে ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে বলে ফোরামের নেতারা মনে করেন।

শিক্ষক ফোরামের নেতারা আরো বলেন, পরাজিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের অভ্যন্তরে ঘাপটি মেরে আছে ষড়যন্ত্র করার জন্য। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশপ্রেমিক প্রায় সব রাজনৈতিক দল এবং ব্যক্তি সর্তক করলেও অন্তর্বর্তীকালীন সরকার যেন উদাসীন। পরাজিত স্বৈরাচারের দোসরদের বিষয়ে তাদের কোনো পদক্ষেপ চোখে পড়ার মতো নয়। যার ফলে সুযোগ বুঝে ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে। সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় রাতের বেলা অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়। এটি দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। ফ্যাসিবাদের দোসররা সেই সচিবালয়ে আগুন লাগিয়ে নিজেদের অপকর্মের তথ্য পুড়ে দেয়ার চেষ্টা করেছে। তবে তাদের অপকর্মের বিষয়ে এ দেশের ১৮ কোটি মানুষ সাক্ষী আছে।

ড. মুহাম্মদ ইউনূসের মতো দক্ষ ও যোগ্য ব্যক্তির নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ পরিকল্পনা নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সব সমস্যা মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন ফোরামের নেতারা।


আরো সংবাদ



premium cement
কেউ আইনের ঊর্ধ্বে নয়, ‘আমি অপরাধ করলে আমারও বিচার হবে’ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নাম প্রকাশ করে দিন : ডা. শফিকুর রহমান আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু নিউ নেশনের ইউনিট চিফ নোমান, ডেপুটি শিমুল নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা

সকল