মহাসড়কে অবৈধ করিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
- পাবনা প্রতিনিধি ও সাঁথিয়া সংবাদদাতা
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২০, আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০
পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা