২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘সমাজে অন্যায় দূর করতে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকার কোনো বিকল্প নেই’

- ছবি : নয়া দিগন্ত

সমাজে অন্যায় দূর করতে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকার কোনো বিকল্প নেই মন্তব্য করে বক্তারা বলেছেন, ‘বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তুলতে আলেমদের কাজ করতে হবে। সমাজে সকল মানুষের অধিকার সমান। এই অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

বক্তারা বলেন, ‘সমাজ থেকে মাদক, জুয়া, বিভিন্ন অন্যায়, অবিচার, দখলবাজিসহ বিভিন্ন অপকর্ম থেকে মানুষকে দূরে রেখে সঠিক পথে ফিরিয়ে আনতে ইমাম ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি ও সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক রাণীনগর উপজেলা বিনির্মাণের লক্ষে সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিকে নওগাঁর রাণীনগরে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন।

এ সময় উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির আয়োজনে সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির আহ্বায়ক কাজী মাওলানা মো: মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুফতি আবু বক্কর সিদ্দিক।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। এতে প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি মো: রাশেদ ইলিয়াস।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল-ফারুক জেমস, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমির ডা. আনজীর হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান দেওয়ান মতিউর রহমান স্বপন, পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মুজাহিদ খাঁন, চকমুনু এতিমখানার মুহতামিম মুফতি আব্দুর রউফ, সিম্বা মাদরাসার মুহতামিম মো: আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদরাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
হামাসের ২ কি.মি. দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী ও জনদুশমন : রফিকুল ইসলাম খান ফরিদপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবি নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু ২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’

সকল