সড়ক দুর্ঘটনায় জামায়াতের রাজশাহী মহানগর আমিরসহ আহত ৩
- রাজশাহী ব্যুরো
- ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:১২
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় মহানগর জামায়াতের আমির কেরামত আলীসহ আহত হন মো: আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন।
স্থানীয়দের কাছে থেকে জানা যায়, দুর্ঘটনার পর সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে রাজশাহীর বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা