২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঐক্যবব্ধভাবে জুলুম-নির্যাতনকারীদের প্রতিরোধ করতে হবে : অধ্যাপক মুজিবুর

- ছবি - নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিদায় হয়েছে। আর এই নতুন বাংলাদেশে কেউ যদি আবারো জুলুম-নির্যাতন করতে চায় তাহলে তাদের চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন মানুষের কথা বলার অধিকার হরণ করে রেখেছিল পতিত স্বৈরাচারী হাসিনা সরকার। আল্লাহর অনুগ্রহে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি স্বৈরাচারের যাতাকল থেকে মুক্তি পেয়েছে।

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বড় শত্রু উল্লেখ করে তিনি আরো বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে করেছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে। কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিণত হয়েছিল। তারা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিদিন মানুষ খুন করা তাদের নেশায় পরিণত হয়েছিল। এমনকি তাদের হাত থেকে মায়ের কোলের শিশুও রক্ষা পায়নি।

অধ্যাপক মুজিবুর বলেন, পাশের রাষ্ট্রের সহায়তায় ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকার ক্ষমতা কুক্ষিগত করে জামায়াতের শীর্ষ নেতাদেরকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার, গুম ও বাড়ি ছাড়া করেছিল।

তিনি আরো বলেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিদায় হয়েছে। আর এই নতুন বাংলাদেশে কেউ যদি আবারো জুলুম-নির্যাতন করতে চায় তাহলে তাদের চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আক্কাস আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, সাবেক জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ্, জেলা কর্মপরিষদ সদস্য জালাল উদ্দিন ও সিরাজুল ইসলাম, শিবিরের রাজশাহী পশ্চিম জেলা সভাপতি রমজান আলীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement