২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন - ছবি : নয়া দিগন্ত

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পুঠিয়ার শিবপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়ার ভাড়োরা গ্রামের আবু হানিফ (৪০), তার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) এবং শ্যালিকা যুথি খাতুন (১৮)। ফাতেমা বেগম ও যুথী খাতুন পুঠিয়ার আলোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, নিহতরা মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পুঠিয়ার শিবপুরের কাছে পৌঁছালে নাটোর থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিনজনই মারা যান।

পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement