২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু

বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির অ্যাডভোকেট দুলু - ছবি : নয়া দিগন্ত

শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আমরা বিপদে পড়লে আল্লাহর ওপরে ভরসা করি আর স্বৈরাচার শেখ হাসিনা ভারতের ওপর ভরসা করেন। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অ্যাডভোকেট দুলু বলেন, ‘হাসিনা কাফেরদের দোসর। ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই, ভারতের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের দেশকে শোষণ ও লুটপাট করতে ভারতের সুবিধা হয়। এজন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়া কান্না। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চলছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে।’ 

তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এক দিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘অন্তবর্তী সরকারকে আরো কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রাখবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার এলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।’ 

ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল প্রমুখ।  


আরো সংবাদ



premium cement
২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা সাকিব-তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া যাবে : ফারুক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকায় সিলেটের ৩১ জনের নাম পুলিশের কর্মস্পৃহা পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আইজিপি ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর রাজশাহীতে ওয়াসার সুপেয় পানি সরবরাহের দাবি দৌলতদিয়ায় ৭ ব্যারেল ডিজেলসহ গ্রেফতার ২ মগবাজারে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি আলীম, সম্পাদক জলিল জিম্বাবুয়ের বিপক্ষে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের সবাইকে কথা বলার সুযোগ দেয়াই সরকারের প্রধান লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

সকল