২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

- প্রতীকী ছবি

বগুড়ায় তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী শহরের মালগ্রাম চাপড়পাড়ার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শনিবার সকালে নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে তার ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী তারেককে গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement