২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকের অধিকার নিশ্চিত হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘৫৬ হাজার বর্গমাইলের এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে। তাদের অধিকারের জন্য রাজপথ লড়াই করতে হবে না। পতিত ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ঘাড়ের উপরে পা রেখে নিজেদের স্বার্থ হাসিল করেছে। শ্রমিকের ঘামে ভেজা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বাড়িয়েছে কিন্তু বাংলার শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন করে নাই। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’

শুক্রবার রাত ৮টায় সিআরবিসি চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হার্টিকুমরুল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে জামায়াতের এই নেতা বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্রমিকেরা বুক চেতিয়ে লড়াই করেছে। স্বৈরাচারের গুলির সামনে তারা পালিয়ে যাননি তার প্রমাণ হলো ফ্যাসিস্ট সরকারের সমস্ত বুলেট শ্রমিকদের বুকে লেগেছে পিঠে লাগে নাই। দেশের স্বার্থে, জাতির স্বার্থে শ্রমিকেরা যে সত্যিকারের দেশপ্রেমিক তা তারা বারবার প্রমাণ করেছে।’

রফিকুল ইসলাম খান বলেন, ‘এদেশের শতকরা ৬০ ভাগ মানুষ শ্রমজীবী, তাদেরকে উপেক্ষা করে, অবহেলিত রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজ তথা দেশে বসবাস উপযোগী হিসেবে গড়ে তুলতে শ্রমিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। তারা ঝড় বৃষ্টি অপেক্ষা করে দেশ তথা সমাজের সেবা করে যাচ্ছেন। কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন একটি ইসলামী কল্যাণময় রাষ্ট্রেই কেবল পারে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে। ইসলামী রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সোলায়মান হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রাকিবুল হাসান, সলঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি আমিছুর রহমান, সাধারণ সম্পাদক আল-আমীন মণ্ডল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন আর জনগণ আপনাকে দেশছাড়া করেছে : আলাল ভারতের ষড়যন্ত্র যত বাড়ছে, জাতীয় ঐক্য তত দৃঢ় হচ্ছে : নূরুল ইসলাম বুলবুল চাঁদাবাজদের তালিকা তৈরি, ২-৩ দিনের মধ্যে অভিযান : ডিএমপি কমিশনার দুমকিতে জানাজা শেষে লাশ আটকালো পাওনাদার! শতাধিক ইসরাইলি সামরিক কর্মকর্তারা পদত্যাগ, নেপথ্যে যা জানা যাচ্ছে নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ও ভালবাসায় হাসান আরিফকে সুপ্রিম কোর্ট থেকে শেষ বিদায় জাপানের একাধিক স্থানে আগুন, নিহত ৮ বেতাগীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন যারা অবশেষে বিল পাশ করে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

সকল