২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাটোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

- ছবি : প্রতীকী

নাটোরের হালতিবিলে আনারুল ইসলাম (৩১) নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনারুল ইসলাম নাটোর সদরের পার হালসা গ্রামের শুকুর আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রামের মাঝখানে পাকা সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তার দু’টি চোখও তুলে নিয়ে গেছে।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে এক ছেলের বাবা আনারুল ইসলাম নিজের অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যার দিকে তিনি শেষবারের মতো তার স্ত্রীকে মোবাইল ফোনে কিছু সময় পর বাড়ি ফিরবে বলে জানানোর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল।


আরো সংবাদ



premium cement

সকল