১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নলডাঙ্গায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৬ ডাকাত গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনায় নারীসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার আবিদ্য গ্রামের নাসিরুদ্দিন প্রামানিকের ছেলে শান্ত ইসলাম (২৪), চক-বালু গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (২৩), রানী নগর উপজেলার বিসিয়া গ্রামের ইউসুফ সর্দারের ছেলে নাঈম সরদার (২৪), বদল গাছি থানার কলার পালশা মধ্যপাড়ার আব্দুল মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম (৪২), একই থানার বিলাস বাড়ি এলাকার মরহুম আলম হোসেনের মেয়ে মোছা: নিশা (২২) এবং নওগাঁ সদরের আরজিনওগাঁ মহল্লার মরহুম আহাদ আলীর ছেলে হারুনুর রশিদ (৫২)।

পুলিশ সুপার জানান, গত ২৪ নভেম্বর রাতে আব্দুস সোবাহান নাটোর রেলওয়ে স্টেশন বাজারের একতা মোড়ে অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় এক নারীসহ ছয়জন ডাকাত সদস্য যাত্রী বেশে নওগাঁর আত্রাই যাওয়ার জন্য অটোরিকশাটি রিজার্ভ ভাড়া করেন। পরে নলডাঙ্গা উপজেলার বীরকুৎসা দুর্লভপুর ব্রিজের উপর পৌঁছা মাত্র যাত্রীবেশে থাকা ডাকাত সদস্যরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোবাইল ফোন ও টাকাসহ অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক আব্দুস সোবাহান নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে বগুড়া ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতার ছয় ডাকাত সদস্যকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
রিজার্ভের শর্ত শিথিল করল আইএমএফ ‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর টার্গেট কিলিং চালাচ্ছে আ’লীগ’ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নতুন করে তদন্তের অভিমত হাইকোর্টের হামজা চৌধুরী এখন বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিএনপির আ.লীগের নির্বাচন নিয়ে বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের চলতি বছর পোল্ট্রি ব্রিডার শিল্পে ক্ষতি ৭৫০ কোটি টাকা কর ছাড় নিয়ে আদানির শর্ত লঙ্ঘন, চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে দেশ গঠনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে : তারেক রহমান পুতিন যেকোনো সময় ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত

সকল