১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে মাওলানা ভাসানী ক্রিকেট টুর্নামেন্ট

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে মাওলানা ভাসানী ক্রিকেট টুর্নামেন্ট - নয়া দিগন্ত

‘সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহরের অন্তর্গত পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে মাওলানা ভাসানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শহরের ফুলবাড়ী খেলার মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি ইসমাঈল খান ত্বহার সভাপতিত্বে ও সেক্রেটারি মাহদী ইসলামের ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম।

ওই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ-পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সূর্য সন্তান, সিরাজগঞ্জের গৌরব, জাতীয় নেতা মাওলানা ভাসানীর স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাওলানা ভাসানীসহ অন্যান্য জাতীয় নেতাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। জাতীয়ভাবে অবহেলিত করে রাখা হয়েছিল। শুধুমাত্র এক ব্যক্তির গুণকীর্তন করে নতুন প্রজন্মকে আরো যারা ফাউন্ডিং ফাদার্স রয়েছে তাদের থেকে দূরে রাখার জন্য ইতিহাস বিকৃত করা হয়েছিল।

মাওলানা ভাসানীসহ অন্যান্য জাতীয় নেতাদেরকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা দেয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রশিবির ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা প্রদানের মাধ্যমে একজন ছাত্রকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য করে গড়ে তোলে বলেও বক্তব্যে তিনি উল্লেখ করেন।

তিনি উপস্থিত সবাইকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত করে গড়ে তুলতে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। একইসাথে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকারও পরামর্শ দেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দফতর সম্পাদক হাবিবুল্লাহ সরকার, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ গিয়াস উদ্দিনসহ স্থানীয় নেতারা।

ওই টুর্নামেন্টে মোট ছয়টি দলের মধ্যে ফাইনাল ম্যাচে পল্লীমঙ্গল একাদশ ও চিরকুমার একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে চিরকুমার একাদশ ৫ উইকেটে জয় লাভ করে। এ সময় উভয় দলকেই ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
স্কুলে ভর্তির জন্য তিন লাখ ৬ হাজার শিক্ষার্থী নির্বাচিত গণমাধ্যম সংস্কারে সহযোগিতা প্রদানে আগ্রহী ইইউ মহাকাশ অনুসন্ধান শিক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র মুগদায় প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত পাঁচ বছর পর সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসছে চীন-ভারত এবছরও গুচ্ছে থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেট্রোরেলে একক যাত্রায় বিকল্প হিসেবে কিউআর কোডের ব্যবস্থা পর্নো তারকাকে ঘুসের মামলায় অব্যাহতি পেলেন না ট্রাম্প বঙ্গভবনে হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মির্জা আব্বাস দুবাইয়ে খুন : ৪৪ দিন পর ফিরল ব্যবসায়ীর লাশ রামগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে আটক ১২ বাংলাদেশী

সকল