১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

নওগাঁর সদর উপজেলার খলিশাকুড়ি-কালনা আঞ্চলিক সড়কের পাশে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত জাইদুল পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মরহুম অছিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার সময় গ্রামীণ সড়কের একটি সেতুর নিচে পলিথিন দেখতে পায় তারা। এ সময় একজন নারী ওই পলিথিনের কাছে গিয়ে গলা কাটা লাশ দেখে চিৎকার দেয়। তাদের চিৎকারে অন্যরা এসে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা আরো জানায়, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলেন। তিনি চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলাও আছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।’


আরো সংবাদ



premium cement