আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ
- সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫
পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াত।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াতের উদ্যোগে পৌরসভার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি বকুল হোসেন, সাঁথিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আবু দাউদ ফকির, সাঁথিয়া পৌর যুব জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আসলাম উদ্দিন খান, পৌর যুব জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ মোতাকাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, কোনো দিবসকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগের কেউ সাঁথিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আগামীকাল ১৬ ডিসেম্বর সারাদিন তারা রাজপথে থাকবেন বলেও জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা