শেরপুরে আ’লীগের ৩ নেতা গ্রেফতার
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০২
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দড়িপাড়া গ্রামের মরহুম আমজাদ হোসেনের ছেলে হাফিজার রহমান টিটো (৩৫), মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাথাইলচাপড় গ্রামের মরহুম আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৯) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ভাদরা জাদুমনি গ্রামের আব্দুল হামিদের ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘গ্রেফতাররা বিস্ফোরক, হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন মামলার এজাহার নামীয় আসামি। তাদেরকে রোববার আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা