১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিচু বাগানে পড়েছিল কল্পনার লাশ

- ছবি : নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে কল্পনা খাতুন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে চাটমোহর থানা পুলিশ উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এলাকার একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে লাশ উদ্ধারকালে শিশুটির পরনে সালোয়ার গলায় পেঁচানো অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মাঠের মধ্যে ফেলে গেছে।

কল্পনা মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে এবং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

কল্পনার মা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে কল্পনা নিখোঁজ হয়। তিনি ধারণা করেছিলেন মেয়ে পাশের দহপাড়া এলাকায় ইসলামী জালসায় হচ্ছে সেখানে যেতে পারে। সেখানে খোঁজ করেও তাকে পাওয়া যায় না। ইসলামী জালসাস্থল থেকে মাইকিংও করা হয়। আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে রাতভোর খুঁজেও মেয়েটিকে পাওয়া যায় না। সকালে এলাকাবাসী লিচু বাগানের মধ্যে কল্পনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম মওলা জানান, সকাল ৯টার দিকে তিনি লিচু বাগানে শিশুটির লাশ পড়ে থাকার খবর পান। এ ঘটনায় তিনি দোষীদের অতি দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (এ.এসপি) (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, কে বা কারা শিশুটিকে হত্যা করে ফেলে রেখেছে। প্রাথমিকভাবে হত্যার আগে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করা হয়েছে কি না বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল