১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন। শ্রমিকরা আমাদের বাড়ি-ঘর নির্মাণ করে কিন্তু তাদের বাড়ি ঠিক নেই। নিজেদের বাড়িও নির্মাণ করতে পারে না।’

তিনি বলেন, ‘আমাদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ নেতৃত্ব ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। সুন্দর সমাজ গড়ার জন্য, আধুনিক বিশ্ব গড়ার জন্য শ্রমিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো: মজিবুর রহমান ভুঁইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খ ম আব্দুর রাকিব, নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড. মীর নুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর সবুর, সাবেক নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক মহিউদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম সায়েম, জিয়াউল হক, মাওলানা লুৎফর রহমান, নওগাঁ জেলা পশ্চিম সভাপতি শামসুল হুদা প্রমুখ।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি পদে অধ্যাপক নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হন। পরে নব-নির্বাচিত সভাপতি, সম্পাদকসহ ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটির শপথ পাঠ করানো হয়।


আরো সংবাদ



premium cement
বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর আমরা জানি কোথায় আমাদের উন্নতি প্রয়োজন : মিরাজ কর্ণফুলীতে গ্যারেজে অগ্নিকাণ্ড, ৩৪ গাড়ি পুড়ে ছাই ‘গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে নতুন বাংলা‌দেশ গ‌ড়তে হ‌বে’

সকল