চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭
- চাটমোহর (পাবনা) সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১
পাবনার চাটমোহর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার কুমারগাড়া গ্রামের মরহুম আব্দুল গণির ছেলে ও চাটমোহর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মান্নাফ (৬৮), মথুরাপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আজহার আলী খাঁ (৪৭), চিরইল গ্রামের মরহুম খোদাবক্সের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৬৫), অমৃতকুন্ডা গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬), বিশ্বনাথপুর গ্রামের মরহুম ফয়জা মৃধার ছেলে মকবুল হোসেন (৩৬), আলমনগর গ্রামের আব্দুল আজিজ (৭০) ও তার ছেলে ইদ্রিস আলী (৪৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।