‘আওয়ামী লীগ একটি চোরের দল’
- নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ
- ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রাব্বানী বলেছেন, ‘আওয়ামী লীগ একটি চোরের দল। চুরি ও লুটপাট করে তা দেশটাকে ফোকলা করে দিয়েছে।’
শুক্রবার ৯টায় শুরু হওয়া সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম রাব্বানী বলেন, ‘চুরি, লুটপাট এবং জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। ভোটের আগেই আমরা আওয়ামী লীগের বিচার চাই।’
তিনি আরো বলেন, ‘সুযোগ পেলে হাসিনা টুস করে আসতে চান। আপনাকে টুস করে আসতে হবে না। আপনি সীমান্ত পর্যন্ত আসেন। ওখান থেকে আমরা আপনাকে স্বাগতম জানিয়ে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব। আপনার বিচার এদেশের মাটিতে হতেই হবে।’
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফসহ শ্রমিক কল্যাণের স্থানীয় নেতারা।
সম্মেলন সঞ্চালনা করেন শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সোলায়মান হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা