১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আ’লীগ নেতা কারাগারে

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আ’লীগ নেতা কারাগারে - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৬) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম মোস্তফা ২ নম্বর ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। তিনি মরহুম মকবুল হোসেনের ছেলে।

গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানোর খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অনেকে মিষ্টি বিতরণ করেছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে নাশকতা, দখল, টেন্ডার, চাঁদাবাজি, বালু মহাল নিয়ন্ত্রণ, সাধারণ জনগণকে মারপিট, সরকারি কাজে বাধা এবং পুলিশকে মারপিটসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরো বলেন, ক্ষমতার অপব্যাবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রাম থেকে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়।


আরো সংবাদ



premium cement