পোরশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
- পোরশা (নওগাঁ) প্রতিনিধি
- ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় নুরবানু (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শিশা মাটিন্দর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নুরবানু উপজেলার আমদা গ্রামের জিল্লু রহমানের স্ত্রী বলে জানা গেছে।
আহতরা হলেন, আমদা গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে গোলাম রহমান (৬৫), মরহুম শামসুদ্দিনের ছেলে জিল্লু রহমান (৬০) ও তার মেয়ে মাহফুজা বেগম (৩৫) এবং নিতপুর পুরাতন দিয়াড়াপাড়া গ্রামের ওয়াসেব আলীর মেয়ে কলেজছাত্রী মনিরা খাতুন (২১)।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একটি বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে শিশা-মহাদেবপুর রাস্তার মাটিন্দর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নুরবানু মারা যান। এছাড়া বাসে থাকা যাত্রীদের মধ্যে গোলাম রহমান, জিল্লু রহমান ও তার মেয়ে মাহফুজা বেগম এবং কলেজছাত্রী মনিরা খাতুন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পোরশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এ খবর লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা