০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সিরাজগঞ্জ শহরে ফুটপাতে অবৈধ হকার ও দোকান উচ্ছেদে অভিযান

ফুটপাতে অবৈধ হকার ও দোকান উচ্ছেদ অভিযান - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জ শহরে ফুটপাতের অবৈধ ভাসমান হকার ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসএস রোডে এ অভিযান চালানো হয়।

এ সময়ে অভিযানে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) টিআই মোফাকখারুল ইসলামের নেতৃত্বে টিআই আসাদুল ইসলাম, টিআই আবু জাফরসহ সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সদস্যরা অংশ নেয়।

জানা গেছে, শহরের প্রধান সড়ক এসএস রোডের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। সড়কের দু’পাশে মোটরবাইক পার্কিং করে রাখায় এতে প্রধান রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষদের।


আরো সংবাদ



premium cement