০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি - ছবি : নয়া দিগন্ত

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নগরীর ভুবন মোহন পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাণিবাজারে গিয়ে শেষ হয়।

ভুবন মোহন পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী।

এছাড়া সমাবেশে অন্যদের মধ্যে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লি দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত মোদি সরকারের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো শোভা পায় না।’

বক্তারা বলেন, ‘যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না। কারণ খুনি হাসিনা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যত টাকা স্বৈরাচার হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে তা দিয়ে বাংলাদেশের আমূল পরিবর্তন করা সম্ভব হতো। ভারতের তাঁবেদারি বাংলাদেশীরা আর মানে না। এজন্য মোদি সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। আর ভারতের দালাল মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। সেইসাথে দূতাবাসে হামলা করছে।’


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল