০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি - ছবি : নয়া দিগন্ত

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, সহিদ উন নবী সালাম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আইনজীবি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সোলায়মান আলী, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট হাসান মণ্ডল, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মন্জুর হোসেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান মণ্ডল, অ্যাডভোকেট জাকারিয়া ফেরদৌস, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘হাইকমিশনে হামলা স্বাধীন দেশের ওপর নগ্ন হস্তক্ষেপ। এটা মেনে নেয়া হবে না। বিশ্বের কোনো দেশ হাসিনাকে আশ্রয় দেয়নি। কিন্তু ভারত আশ্রয় দেয়ায় সেখানে বসে হাসিনা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাই দেশবাসীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’


আরো সংবাদ



premium cement
দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে লেবানন থেকে বৃহস্পতিবার দেশে ফিরবেন ১০৫ বাংলাদেশী

সকল