০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি - ছবি : নয়া দিগন্ত

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, সহিদ উন নবী সালাম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আইনজীবি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সোলায়মান আলী, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট হাসান মণ্ডল, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মন্জুর হোসেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান মণ্ডল, অ্যাডভোকেট জাকারিয়া ফেরদৌস, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘হাইকমিশনে হামলা স্বাধীন দেশের ওপর নগ্ন হস্তক্ষেপ। এটা মেনে নেয়া হবে না। বিশ্বের কোনো দেশ হাসিনাকে আশ্রয় দেয়নি। কিন্তু ভারত আশ্রয় দেয়ায় সেখানে বসে হাসিনা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাই দেশবাসীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল