০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের নামে জামায়াত নেতার মামলা

মামলা দায়ের করেছেন জামায়াত নেতা আব্দুর রাজ্জাক - ছবি : নয়া দিগন্ত

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে এবার নাটোরের সিংড়া থানায় জামায়াত নেতাকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টা মামলা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সিংড়ায় থানায় জামায়াতের নেতাকর্মীদের নিয়ে এ মামলা দায়ের করেন ছাতারদীঘি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও করচমাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক।

এ মামলায় পলক ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাসহ ২৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ১৯ নভেম্বর উপজেলার ছাতারবাড়িয়া শাহী জামে মসজিদে একটি ইসলামি জলসায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আলোচক হিসেবে ছিলেন জামায়াত নেতা আব্দুর রাজ্জাক। ওই জলসায় শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৫ আগস্টে নিহতদের নাম ধরে দোয়া করার নির্দেশ দেন পলক। কারো নাম না উল্লেখ করে মোনাজাত শেষ করেন জামায়াত নেতা আব্দুর রাজ্জাক। পরে প্রতিমন্ত্রী পলক তাকে দেখে নেয়ার হুমকি দেন। এরই জের ধরে ২০২৩ সালের ১০ নভেম্বর কালীগঞ্জ বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ওই জামায়াত নেতাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ‘অভিযোগ জমা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।’


আরো সংবাদ



premium cement
দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে লেবানন থেকে বৃহস্পতিবার দেশে ফিরবেন ১০৫ বাংলাদেশী

সকল