০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

- ছবি - নয়া দিগন্ত

নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এবং ভোর ৫টায় মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় এই দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নওগাঁ সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে আবুল কাশেম (৭৫) ও গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে সুমন মিয়া (৪০)।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। ওই সময়ে নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিআকআপ আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থ্যা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খড়বোঝাই একটি ট্রাক নিয়ে ভোরে নওগাঁ হয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিলেন ট্রাকচালক সুমন মিয়া। পথে রাণীপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুমন ও তার হেলপার মারা যান। দুর্ঘটনার খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে

সকল