ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:১১
পাবনার ঈশ্বরদীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নাহিদ প্রামাণিক (২০) নামে এক অটোভ্যানের চালক নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ প্রামাণিক পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়াবাড়ি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দাশুড়িয়া থেকে পাবনা অভিমুখে দ্রুত গতি সম্পন্ন একটি ট্রাক পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দাশুড়িয়াগামী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক নাহিদের মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছে। এ বিষয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা