৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বগুড়া বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী

সভাপতি মুক্তা, সাধারণ সম্পাদক রফিক
সভাপতি মুক্তা, সাধারণ সম্পাদক রফিক - ছবি : নয়া দিগন্ত

বগুড়া জেলা বার নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে জয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেল।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর।

৪৪০ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা। তার কাছের প্রতিদ্বন্দ্বী ল’ ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের অ্যাডভোকেট রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট।

৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাডভোকেট রফিকুল ইসলাম। তার কাছের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আতিকুল মাহবুব সালাম ও শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মণ্ডল ও এস এম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস আব্দুল্লা-হীল বাকি লিপন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন আশাবুদ জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল ও মৌসুমী আকতার।

অ্যাডভোকেট জহুরুল হক জাফর জানান, ‘এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাসদের মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিএনপি, জামায়াত পূর্ণ প্যানেল এবং জাসদ আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ৮৬২ ভোটারের মধ্যে ৭৮৯ জন ভোট দিয়েছেন।’

নির্বাচিতদের তাৎক্ষণিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের আহ্বায়ক এ কে এম মাহবুবার রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ, শফিকুল ইসলাম টুকু, সাবেক পিপি এ কে এম সাইফুল ইসলাম, বিশেষ পিপি আলী আজগার ও মোজাম্মেল হক, সিনিয়র আইনজীবী সোলায়মান আলী, শেখ মকলেছুর রহমান, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল মান্নান মণ্ডল প্রমুখ।

বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
‘ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে’ পদত্যাগ করলেন বিইআরসির নবনিযুক্ত সদস্য গিয়াস উদ্দিন বিদেশ গিয়ে ফিরে আসেননি ৪০ জনের বেশি চিকিৎসক: স্বাস্থ্য উপদেষ্টা ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : উত্তর কোরিয়ার নেতা হাসপাতালে আসাদুজ্জামান নূর-তানভীরকে শিক্ষার্থীদের কিল-ঘুষি সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে ১৭ জনকে হত্যার অভিযোগ জাতীয় স্বার্থে আমরা ইস্পাত কঠিন ঐক্য চাই : ডা. শফিকুর রহমান ১৫ বছরের অনিয়ম-দুর্নীতি ৩-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয় : অর্থ উপদেষ্টা ক্যাম্পাস সংস্কারে ১১০ দফা দাবি ইবি শিবিরের ন্যাটোর সদস্যপদ লাভের বিনিময়ে সংঘাত অবসানে প্রস্তুত ইউক্রেন

সকল