২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী - ছবি : নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়।’

তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দফতর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় যখন বিশ্বজিৎকে হত্যা করা হলো তখন কেন তারা চুপ ছিল?’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে বুদ্ধিজীবী চত্বরে ‘ঐতিহাসিক ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির কাছে মাথানত করবে না। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাঈদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটির মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কিভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।’

বিশেষ অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দিবে সে অনুযায়ী একুশ শতকে উপযোগী রাজনীতির রোডম্যাপ দেয়া হবে। আমাদের নেতাকর্মীদের পাবলিক বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিরসনে কাজ করার, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডিসকাশনের আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা তখনই পূরণ হবে যখন মানুষের দ্বারা সরকার নির্বাচিত হবে। ছাত্রদল এই লক্ষ্যে কাজ করছে। একটা মেধাভিত্তিক রাজনৈতিক দল গঠনে ছাত্রদল কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম রফিকুল ইসলাম বলেন, ‘৭২ পরবর্তী সরকার দেশে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেশের মানুষ অতল সমুদ্রে পড়ে গিয়েছিল। যার প্রতিফলন ঘটেছে ২৪-এ। অনেকে দাবি করেন জুলাই বিপ্লব এক মাসের আন্দোলন কিন্তু না, দীর্ঘ ১৫ বছরের যে অপশাসন চলেছে তারই প্রতিফলন ঘটেছে‌। এটা কারো একার কৃতিত্ব না।’


আরো সংবাদ



premium cement
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ এই মুহূর্তে হঠকারিতা দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে : মির্জা ফখরুল পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সেনা অভ্যুত্থান, সেনা শাসন ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও এডুকেশন মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক

সকল