সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
- সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
- ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৫১
সাঁথিয়ায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণ সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
এ সময় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম।
স্মরণ সভায় আন্দোলনে আহত এবং শহীদদের পক্ষে বক্তব্য দেন শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই আল-হাদি।
সভায় আরো বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব মো: সালাহ উদ্দিন খান পিপিএম, সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সাঁথিয়া পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাঁথিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফাহাদ, পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক শাওন, পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাঁথিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, কাউসার, রুহুল আমীনসহ শহীদ ও আহতদের স্বজনরা।
স্মরণ সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা