২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ঢাকার কয়েকটি কলেজের মধ্যে সৃষ্ট সংঘর্ষ ও চট্টগ্রামের আদালত চত্বরে ঘটানো নৈরাজ্য একই সূত্রে গাঁথা। এসব নৈরাজ্য জাতিকে পরিষ্কাররভাবে একটি ম্যাসেজ দেয়। ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়।

বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালিতে আয়োজিত নাটোর জেলা সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির, সকল ইসলামী দল ও দেশের ছাত্র সংগঠনগুলো এ সব বিষয়ে একমত। দেশে আবারো যেকোনো সন্ত্রাস, অরাজকতা বা এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত হলে সম্মিলিতভাবে রুখে দেয়া হবে। দেশের যেকোনো জাতীয় সঙ্কটে সকল দল-মতের মানুষকে সাথে নিয়ে ছাত্রশিবির সকল সঙ্কট কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন, পরাজিত শক্তিকে বাংলাদেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। পতিত স্বৈরাচার সরকারের অনুসারীরা নিজেরা মাঠে নামতে না পেরে বিভিন্ন সময় তাদের অনুসারী ও সুবিধাভোগী বিভিন্ন পেশার মানুষকে দিয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা কখনো সফল হবে না। তাদের সকল ষড়যন্ত্র ছাত্রশিবির এদেশের মানুষকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করে দিবে।

মঞ্জুরুল বলেন, ইসলামী ছাত্রশিবির বুধবার সারাদেশে কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের সেই কথাই জানিয়ে দিতে চেয়েছে। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখতে ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আফতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ রানা, প্রভাষক আলী আল মাসুদ মিলন, আব্দুর রাজ্জাক, মীর কুতুবুল আলম ও আলমগীর হোসেন।


আরো সংবাদ



premium cement